Ad

প্রক্সি (Proxy) সার্ভার কী?

প্রক্সি (Proxy) সার্ভার

প্রক্সি হচ্ছে এমন এক ধরনের নেটওয়ার্ক সার্ভার যেটা কোনো ইউজারের আইপি এড্রেসকে হাইড করে ওই প্রক্সির আইপি দিয়ে ইউজারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করিয়ে দেয়।এতে ইউজার ইন্টারনেটে কোনো সাইট ব্রাউজ করলে উক্ত সাইটে ইউজারের আইপির বদলে প্রক্সি সার্ভারের আইপি থাকবে।যেমন,আমার আইপি এড্রেস 111.111.111.111 এটা।আমি একটা প্রক্সি সার্ভার ব্যবহার করে করে ওয়েব ব্রাউজ করছি যার আইপি এড্রেস হলো 222.222.222.222 এটা।কিন্তু আমার ভিজিটকৃত সাইটসমূহ আমাকে 222.222.222.222 অর্থাৎ প্রক্সি সার্ভারের আইপি এড্রেস দিয়ে শনাক্ত করবে,এখানে কিন্তু আমার মূল আইপি এড্রেসটি হাইড থাকছে।
প্রক্সি (Proxy) সার্ভার কী? প্রক্সি (Proxy) সার্ভার কী? Reviewed by Anonymous on June 25, 2017 Rating: 5

1 comment:

Powered by Blogger.