Ad

কুকি (Cookie) কী?

Cookie
ইউজার যেসকল সাইট ব্রাউজ করে সেসকল সাইটে ইউজারের তথ্যসমূহ ওই সাইটের সার্ভার ওয়েব ব্রাউজারকে প্রদান করে,এই তথ্যগুলো হলো কুকি।এই কুকি হলো আসলে plained text file যেখানে ইউজারের ওয়েবের ব্যক্তিগত তথ্যসমূহ(যেমন- ইউজারনেম,পাসওয়ার্ড ইত্যাদি) সংরক্ষিত থাকে।কুকিসমূহ ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা থাকে।কুকি থাকার ফলে ইউজারকে বারবার তার তথ্যসমূহ দিয়ে সাইটে লগিন করতে হয় না।হ্যাকাররা এই কুকি চুরি করে ইউজারের ওয়েব অ্যাকাউন্টে(যেমন- ফেসবুক,ই-মেইল) এক্সেস করতে পারে।

কুকি (Cookie) কী? কুকি (Cookie) কী? Reviewed by Anonymous on July 25, 2017 Rating: 5

1 comment:

  1. অনেক তথ্যবহুল লেখা। অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য। আমি নিজেও এই ধরণে বিষয় নিয়ে লেখালেখি করছি । তবে এখানে পোস্টটি পড়ে বুঝতে পেরেছি যে পোস্টতে অনেক কিছু শিক্ষানীয় বিষয় রয়েছে। আমি আশা করি আরও ভাল ভাল পোস্ট এখানে আমি পাব।
    Visit অনলাইনে ইনকাম করার সহজ উপায়!

    ReplyDelete

Powered by Blogger.