আইপি এড্রেস |
ক্রেডিটঃ Pr0x R0013r
আইপি এড্রেস কি?
আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।
আপনার নিজের আইপি এড্রেস দেখা :
লোকাল আইপি দেখার নিয়মঃ প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন। একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন ipconfig এবং এন্টার চাপুন। এবার IPv4 Address এ যে আইপি দেখতে পাবেন সেটিই আপনার লোকাল আইপি।
পাব্লিক আইপি দেখার নিয়মঃ আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান পাব্লিক আইপি দেখতে পাবেন।
আইপি এড্রেস কি?
Reviewed by Anonymous
on
June 20, 2017
Rating:
No comments: