Ad

স্পুফিং (Spoofing) কী?

 
Spoofing

এটাও একধরনের প্রতারণা।এই প্রক্রিয়ায় হ্যাকার কাউকে কোনো কিছু পাঠায় প্রেরক ঠিকানা মোডিফাই করে।ফলে যাকে পাঠানো হয় সে বুঝতে পারেনা যে এটি নকল,আর এই সুযোগটাকে হ্যাকার কাজে লাগায়।সাধারণত হ্যাকাররা নিজেদের ইনফরমেশন হাইড করতে কিংবা প্রতারণার উদ্দেশ্যে স্পুফিং করে থাকে।ইনফরমেশন হাইড করার জন্য বলতে বোঝায়,ধরা যাক কোনো হ্যাকার যদি কোনো সিস্টেম হ্যাকিং করে তাহলে ওই সিস্টেমে তার আইপি এড্রেস থেকে যাবে,এতে সে ধরা পড়তে পারে।এ পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে আইপি স্পুফিং করে তার আইপির বদলে অন্য কারো আইপি ব্যবহার করলো।আর প্রতারণার উদ্দেশ্যে বলতে বোঝায়,হ্যাকাররা কোনো বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে কারো সাথে প্রতারণা করার চেষ্টা করে।ধরুন,হ্যাকার কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানা ব্যবহার করে(ই-মেইল স্পুফিং) আপনাকে আকর্ষণীয় কোনো অফার দিয়ে ই-মেইল পাঠাল।আপনি যদি না জেনে সেই ফাঁদে পা দেন তবে আপনি প্রতারিত হতে পারেন।বিভিন্ন সিস্টেমে স্পুফিং করা হয়।যেমন- Caller ID spoofing,IP spoofing,E-mail spoofing,MAC Spoofing ইত্যাদি উল্লেখযোগ্য।

স্পুফিং (Spoofing) কী? স্পুফিং (Spoofing) কী? Reviewed by Anonymous on July 28, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.