ফিশিং হলো একধরনের প্রতারণা।এ প্রক্রিয়ায় কারো সাথে প্রতারণা করে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া যায়,এতে সে টেরও পায় না।পুরো অর্থে, ফিশিং বলতে কারো গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর উদ্দেশ্যে ইলেক্ট্রনিক কমিউনিকশনে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নামধারী ছদ্মবেশী ব্যবস্থাকে বোঝায়।যেমন- কোনো ই-মেইল প্রোভাইডার কোম্পানির লগিন পেইজকে নকল করে একটি ফেইক পেইজ(ফিশিং সাইট) তৈরি করা হলো।সেই ফিশিং সাইটের লিংক কেউ আপনাকে দিল,আর আপনি আপনার আইডি,পাসওয়ার্ড দিয়ে লগিন করার চেষ্টা করলেন।এতে আপনার লগিন ডাটাগুলো হ্যাকারের কাছে পৌঁছে যাবে।
ফিশিং (Phishing) কী?
Reviewed by Anonymous
on
July 28, 2017
Rating: 5
No comments: