যাদের পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য নিচের ভিডিওটি দেখুন। এই ভিডিও দেখার জন্য ব্যাসিক কিছু ধারনা থাকতে হবে তাই সবার আগে পোর্ট ফরওয়ার্ডিং কি ,এর কাজ কি এগুলো ভালো করে জেনে নিন । এগুলো জানার জন্য ব্যাসিক হ্যাকিং এর আর্টিকেল গুলো পড়ে আসতে পারেন।
পোর্ট ফরওয়ার্ডিং - সহজ উপায় (Port Forwarding Easy way)
Reviewed by Anonymous
on
August 14, 2017
Rating:
আপনাকে ধন্যবাদ ভাই। অনেক দিন যাবৎ অনেক অনেক টিউটরিয়াল দেখে দেখে খুব চেস্টা করেছি কিন্তু কোন আশানুরুপ ফলাফল পাইনি। পোর্ট ফরওর্য়াডিং শেখাটা আমার অনেক দিনের চেস্টা কিন্তু পারতেছি না। রাউটার, ফায়ারওয়েল , ইন বাউন্ড আউট বাউন্ড রুল থেকে ভিপিএন দিয়ে চেস্টা করতেছি কিন্তু হচ্ছে না। আমাকে যদি হেল্প করতেন খুব কৃতজ্ঞ থাকতাম।
ReplyDelete