|
Firewall |
ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার অদৃশ্য দেওয়াল।বাইরের আক্রমণ থেকে রক্ষার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত প্রয়াস হচ্ছে ফায়ারওয়াল।ফায়ারওয়াল সিস্টেমের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তার একটি প্রোটেকশন সিস্টেম।এটি ক্ষতিকর যেকোনো কিছু সিস্টেমের বাইরে যেতে দেয়না এবং বাইরে থেকে আসা ক্ষতিকর কোনো কিছু সিস্টেমের ভেতরে আসতে দেয় না।ফায়ারওয়াল নেটওয়ার্কের ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।এটি বাইরের নেটওয়ার্ক থেকে প্রেরিত ডাটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি কাঙ্খিত গন্তব্যে যাওয়ার অনুমতি থাকে তাহলে সেটিকে যেতে দেয়,অন্যথায় ব্লক করে।অনাকাঙ্ক্ষিত এবং ক্ষতিকর যেকোনো কিছু আসলে ফায়ারওয়াল সেটিকে আসতে বাধা দেয় কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে।ফায়ারওয়াল দুই প্রকার।যথা- হার্ডওয়্যারনির্ভর ফায়ারওয়াল এবং সফটওয়্যারনির্ভর ফায়ারওয়াল।
ফায়ারওয়াল (Firewall) কী?
Reviewed by
Anonymous
on
July 27, 2017
Rating:
5
No comments: