ডর্ক (Dork) |
ডর্ক বা গুগল ডর্ক হচ্ছে উন্নত অনুসন্ধান পদ্ধতি।এখানে কিছু বিশেষ সার্চ স্ট্রিং দ্বারা সার্চ করা হয়,যার মাধ্যমে গুগল কেবল সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করে।যেমন- আমি যদি inurl:index.php?id=1 লিখে গুগলে সার্চ করি তাহলে গুগল আমাকে সেসব সাইট খুঁজে বের করে দিবে,যেসব সাইটের URL এর শেষে index.php?id=1 থাকবে।গুগল প্রত্যেক সাইটের ইনডেক্স দিয়ে নিজস্ব সার্ভারে টেবিল তৈরি করে রাখে।সেই সাইটসমূহের ডাটা গুগলের কাছে ইনডেক্সিং করা থাকে।তাই ডর্ক দিয়ে সার্চ করলে আপনি কাঙ্খিত সাইটের ইনডেস্ক খুব সহজেই খুঁজে পেতে পারেন।গুগল ডর্ক ব্যবহার করে আপনি আপনার কাঙ্খিত বিষয় খুব সহজেই query করে পেতে পারেন।হ্যাকাররা গুগল ডর্ক ব্যবহার করে সংবেদনশীল তথ্য শনাক্ত করে।
ডর্ক (Dork) কী?
Reviewed by Anonymous
on
June 27, 2017
Rating:
sala
ReplyDeletefaltu
ReplyDeleteflat sob....
ReplyDelete