|
এক্সপ্লইট (Exploit) |
এক্সপ্লইট হচ্ছে এমন কৌশল বা টুল যার সাহায্যে কোনো সিস্টেমের বাগ বা ভালনেরাবিলিটিকে কাজে লাগিয়ে হ্যাকিংয়ে ব্যবহার করা হয় বা হ্যাকিং করা হয়।এই এক্সপ্লইট হ্যাকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এটা তাদের কাছে হাতিয়ারের মতো।
এক্সপ্লইট (Exploit) কী?
Reviewed by
Anonymous
on
June 25, 2017
Rating:
5
No comments: