|
বাগ (Bug) |
বাগ (Bug) হচ্ছে প্রোগ্রামিং ত্রুটি। কোনো সফটওয়্যার বা ওয়েব সাইটের কার্যক্রমে ত্রুটি,এরর(error),ডিজাইনে গলদ ইত্যাদি বাগ থাকার লক্ষণ।হ্যাকাররা বাগ খুঁজে বের করে হ্যাকিংয়ের কাজে লাগায়।যেমন- DNN(Dot Net Nuke) হলো মাইক্রোসফটের ASP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বাগ। যেটিকে কাজে লাগিয়ে ফাইল বা শেল আপলোড করা যায়।
বাগ (Bug) কী?
Reviewed by
Anonymous
on
June 23, 2017
Rating:
5
No comments: