Deface |
ডিফেইস এর শাব্দিক অর্থ বিকৃত।হ্যাকিংয়ের ক্ষেত্রেও এর অর্থ অনেকটা সেরকম।কোনো সাইট হ্যাক হয়ে যাওয়ার একটি প্রমাণ হলো ডিফেইস।ওয়েবসাইট ডিফেইসমেন্ট বা ডিফেইস হলো এমন একধরনের আক্রমণ যার ফলে কোনো ওয়েবসাইটের আসল ওয়েবপেইজটি হ্যাকার তার নিজস্ব ওয়েবপেইজ দ্বারা প্রতিস্থাপিত করে।আমরা প্রায় দেখে থাকি হ্যাকাররা কোনো সাইট হ্যাক করে ওই সাইটের ওয়েবপেইজে প্রদর্শন করে Hacked! এই প্রক্রিয়াটিই হলো ডিফেইস।
ডিফেইস (Deface) কী?
Reviewed by Anonymous
on
July 24, 2017
Rating:
No comments: