Ad

শেল (Shell) কী?

Shell
শেল হলো এমন একটি ইউজার ইন্টারফেস যেটা কোনো সিস্টেমের সার্ভিস,ফাইল বা কোনো কিছু পরিবর্তন,সম্পাদন,নির্বাহ বা প্রদর্শন করতে ব্যবহৃত হয়।সহজ কথায়,শেল এর সাহায্যে কোনো সিস্টেমের বিভিন্ন সার্ভিস manipulate করা যায়।অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা কমান্ড-লাইন ইন্টারফেস কিংবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।আর ওয়েবনির্ভর শেলটি হয় সাধারণত PHP ল্যাঙ্গুয়েজে লিখিত ফাইল যেটা সাধারণত কোনো সাইটের সোর্স কোড প্রদর্শন করতে বা এডিট করতে,ওয়েব পেইজ প্রতিস্থাপন করতে,ফাইল আপলোড বা পরিবর্তন করতে ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।শেল কোনো সাইটে আপলোড করে এর দ্বারা কাজ করতে হয়।কাজের ভিত্তিতে শেলকে ফাইল ম্যানেজারের সাথে তুলনা করা যায়।

শেল (Shell) কী? শেল (Shell) কী? Reviewed by Anonymous on July 24, 2017 Rating: 5

1 comment:

Powered by Blogger.